শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

​সুরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ ছাত্রের মৃত্যু

সুরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ ছাত্রের মৃত্যু হয় ।

চারতলার একটি কোচিং সেন্টার বিধ্বংসী অগ্নির দাপটে দাউ দাউ করে জ্বলতে থাকে । চারতলাটি ছিল একটি কোচিং সেন্টার । ৪০টি কিশোর যুবক ওখানে কোচিং নিচ্ছিল । সহসা কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায় । চারিদিক থেকে চীৎকার উঠে আগুণ , আগুণ ! কিছু বুঝে উঠার আগেই চারদিক থেকে লেলিহান অগ্নিশিখা ঘিরে ধরে । প্রাণ বাঁচাতে কয়েকটি ছেলে ছাদ থেকে ঝাঁপ দেয় । ও অনিবার্য ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির অধ্যক্ষ অমিত শাহ দুঃখব্যক্ত করেন । কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও দুঃখ প্রকাশ করেন । গুজরাটের মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান । প্রাথমিকভাবে আগুন লাগার কারন সর্ট সারকেট বলে জানা গেছে । মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিহত ছাত্রদের পরিবারকে ৪লাখ টাকা অনুদানের কথা ঘোষণা করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ,''Extremely anguished by the fire tragedy in Surat. My thoughts are with bereaved families. May the injured recover quickly, I've asked the Gujarat govt & local authorities to provide all possible assistance to those affected.''

পুলিশ সুত্রের খবর মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে ।