শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

​আষাঢ়স্য ..


বুকের ভেতর বাড়ছে যখন
শুয়োপোকার গুষ্টি -
ভেতর থেকে রক্ত নামে
প্রজা প্রতীক বৃষ্টি

বুকের ভেতর গড়াচ্ছে চিজ্
জানলা শ্যাটার কাঁচ ভাঙ্গা
ঝড়ের কেবল দাপট থাকে?
বৃষ্টি আজ আর থামবে না।

বুকের ভেতর পেসমেকারে
কেস খেয়েছে চোখ মেরে
পরিযায়ী স্মৃতির ডাকে
পোস্টবাক্সে জং পেরেক

বুকের ভেতর রাবীন্দ্রিকি
পংকজ সুর, কৃষ্ণকলি
উইকিপিডি সবই জানেন?
'হোয়াট সার্চিং ' আব্বুলিস!