শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রঙ্গীত মিত্রের কবিতাগুচ্ছ


৪ মে কবি রঙ্গীত মিত্রের জন্মদিন। অন্যদেশ পরিবার তাঁর স্বজন রঙ্গীত মিত্রকে জানায় শুভেচ্ছা ও শুভকামনা।


মাছ

মডেল হতে চাইনি
শুধু তোমার হাত ধরে
গড়িয়াহাটের মোড় পার হচ্ছিলাম।
আসলে এখন এতোগুলো সম্পর্ক যাপন
কাকে যে বেছে নেবো,
নিজেই জানি না।
মাছের বাজারে এসে
নিজেই মাছ হয়ে গেছি।



ভালোবাসা

তোমার বাহারি ড্রেস
আমাকে
মেট্রোরেলের ট্যানেলে নিয়ে যায়।
কিন্তু আমি তো ঘরকুনো নই
তাই বুঝি আমার ফোন তুমি ধরো না।
ফেসবুকে
ঝুলের মতো
আমার চ্যাট।
তোমাকে দেখেছি, অন্যের বাইক চেপে
ধ্রুবতারা হয়ে যেতে।
ধ্রুবতারা দূর থেকে দেখার জিনিস বলে,
আমার আর এই ভালোবাসা চাইনা।



বন্ধু

পার্টির গ্লাসের থেকে
ছায়াদের নাচ
১২টা ৪০ বেজে গেলে
তাই বৃদ্ধ রাস্তায়
ইলেকট্রিক শক দেয়।
অথচ বয়স বাড়লেও
যেকোনো বসন্ত হার মানাও
কিন্তু আমাকে কি বন্ধুদের দলে নেবে?



জামা

সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যের অদল বদলে
আমিও ঘুঁটি হয়ে
কখনো চোরা বাজার হয়ে যাই।
তবে যৌনকর্মী, হোমোসেক্সুয়্যালদের দেখলে ভয় হয়
কারণ এখনো পর্যন্ত আমি যৌনতা করিনি।
তবে ফ্যান্ডা-মেন্ট্যালিজম, করাপসন
বুকের ব্যাচের মতো।
তাই প্লিজ আমার জামা খুলে নাও।



কাজ

ভালোর মর্যাদা দেয়না কেউ
তাই কপিপেস্ট চলে।
কিন্তু আমি এ কোন গ্রহে আছি
যেখানে বিচার নেই।
তবে কিছু দালালেরা চাবুক চালায়
সেই চাবুক আমার যৌণাঙ্গের মতো।
এইভাবে শাসন করতে করতে
এখন তোমার রিমোটে।
এইবার তুমিই বলো,
আমার কি কাজ হবে…