বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভালো বাসা রিক্ত করে চলে গেলেন নবনীতা দেবসেন

জন্ম কলকাতায়, ১৩ই জানুয়ারি, ১৯৩৮। বাবা নরেন্দ্র দেব, মা রাধারানী, দুজনেই কবি। পড়াশোনার বহরটা যথেষ্ট ভারি, প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম.এ., তারপর হার্ভাড থেকে ডিস্টিংশন নিয়ে আবার এম.এ., ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ. ডি. এরপর পোস্ট ডক্টরেট করেছেন University of California at Berkeley, এবং Newnham College, Cambridge University থেকে।

নবনীতা একই সঙ্গে কবি ও প্রাবন্ধিক। ছোটগল্প, কিশোরসাহিত্য এবং ভ্রমণসাহিত্যেও তাঁর অনায়াস যাতায়াত, সবেই তিনি সমান স্বচ্ছন্দ, পাঠকের কাছে তিনি সমান প্রিয়। আশিটির ও বেশি গ্রন্থ তাঁর ঝুলিতে। পুরস্কার পেয়েছেন অসংখ্য, পেয়েছেন, সাহিত্য অকাদেমি পুরস্কার, ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার, এমনকি পদ্মশ্রীও। যুক্ত আছেন অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে যেমন, ‘সই’, ‘PEN’, ‘শিশু সাহিত্য পরিষদ’ এমন অনেক সংস্থা ।

তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হ’ল, ‘নব-নীতা’, ‘হৃদকমল’, ‘শব্দ পড়ে টাপুর টুপুর’, ‘প্রবাসে দৈবের বশে’, ‘শতেক বচন’, ‘সীতা থেকে শুরু’ এছাড়াও রয়েছে ভ্রমণ সংকলন, গল্প সংকলন, কবিতা সংকলন, উপন্যাস সংকলন ও কিশোর সাহিত্য সংকলন।