বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাভাষায় হাইকু স্বাদ-'নিমিখ' - উমাপদ কর


নিমিখ

৭৫

বাঁশবাগান

ঘুমেও সা-রে-গা-মা

মেঘরা শোনে

৭৬

উজান ভাঙা

নদীর হালে ভাষা

পাল বাদুলে

৭৭

রাহু ও কেতু

গিলছে দাব ঝিল

ঢেকুরে শীত

৭৮

ঝাউ শব্দে

বালিঘূর্ণি নাচ

মেঘ নামায়

৭৯

চা-বাগানের

ঝাঁকা কামিন ডানা

ফাগুয়া দিল

৮০

অন্ধকারে

তামার তথাগত

বৃষ্টি জপে

৮১

মরুর গ্রীবা

নামানো মুখ কাঁটা

গরমি বালি

৮২

গরমে ‘ফণী’

আছড়ে ভাঙে খোপ

ছোবলে বিষ

৮৩

দলমা হাতী

ডালের ফাঁকে শুঁড়

পেঁচিয়ে টানে লু

৮৪

অনেক জলে

শিশুর তরবারি

আঁধি চমকে