বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

নিবেদিতা শেলীর কবিতাগুচ্ছ


আজ ৩১ মে কবি নিবেদিতা শেলীর জন্মদিন। অন্যদেশ পরিবারের এই স্বজনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা।



জন্মদিনের কবিতা


জন্মের সুখ কিনে নেয়

জন্ম আজ

প্রিয় মহাকাল রচে ঠিকুজি আলাপ

পাহাড়ের গন্ধ মাখে

শিশিরের ঘাস

আয়েশে অলস যাচে প্রেমিক প্রতাপ

ঋতুর বৈচিত্র আঁকে

উদয় আকাশ

অস্ত আঁকে পালক কলমে ইতিহাস

তফাতের দ্বার খোলো

করো আবাহন

হৃদয় মাখুক তৃষ্ণা ---- দহনে গহন !!



দিনলিপি

বিলুপ্ত পাখির ভাষা থেকে খোঁজে নিই

প্রকৃতি'র সুইসাইড

বিপন্ন অভিমান খোঁজে রোজ

বিশুদ্ধতা'র সাথে নিঃশ্বাসে'র অসহযোগ

নিজ থেকে সরিয়ে নেয় ঝলমলে

আলোর খোলস

মোমের ভেতর আলো লুকায় কতোখানি

সময় জানে না

সূর্য আসলে গতানুগতিক

উদয় আর অস্তের খেলা

বলে মহাকাল

আলো নয়

অন্ধকার খোলো...



কৃষকের দেশে

হস্তরেখা গণনা শিখে নিই

আবাদি জমির

ফেটে যাওয়া দাগ থেকে

বর্ষণ এলেই আকাশ পান করে ধরিত্রী

ভেজা মাটির গন্ধ দু'হাতে শুঁকে নেয়

এক মাঠ চাষ

ভেজা কাক ডাকে! স্পষ্ট

কৃষকের ফকফকা হাসি দেখি

অমাবস্যার ঝিলিকের মতন

টর্চ লাইটের আলোয় সুখ দু-চোখ

সাহেব রঙিন কাঁচে ঢেকে রাখেন

অহংকারে বাবু আনা চোখ

আবাদের সহজ আয়েশ অথবা

আলপনা'য় চিত্রপট

তবু

হার মানে না

কাদা মাখা দুই হাঁটু তে

খরখরে দাগ তৈলচিত্রে আঁকা

স্বাধীন মানচিত্র