শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আ-মরি বাংলা ভাষা, লন্ডনে দ্বিতীয় প্রধান ভাষা বাংলা

অন্যদেশ ডেক্স , লন্ডন

ভারতে যতই আঞ্চলিক ভাষাগুলির বদলে সারাদেশে হিন্দি ভাষা চালুর কথা হোক, লন্ডনে সরকারিভাবে দ্বিতীয় ভাষা।

লন্ডনে বাংলা ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বভাবতই যা বাঙালিদের কাছে গর্বের।

জানা গিয়েছে বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন। লন্ডনে ইংরেজির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। বাংলা ভাষার পরেই স্থান রয়েছে পোলিশ ও তুর্কির।

বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যেকোনও একটি ভাষায় কথা বলেন লন্ডনের ১ লক্ষ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। ‘সিটি লিট’ নামক একটি সংস্থা সমীক্ষা করে এই রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র ও বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষা করা হয়েছিল।

এই সমীক্ষা থেকেই জানা গিয়েছে লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনও না কোনও বিদেশি ভাষায় কথা বলে থাকেন।

অন্যদিকে, ব্রিটিশদের মধ্যে মাত্র ৩ শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন বলে জানা গিয়েছে।