শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আসন কমছে এনডিএ জোটের

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এতে টানা দ্বিতীয়বার এনডিএ জোটের ক্ষমতা নিশ্চিত হলেও ২০১৪ সালের তুলনায় তাদের ফলাফল খারাপ।

দ্যা হিন্দু পত্রিকার একটি পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল ৩৩৬টি আসন। আর ২০১৯ সালে তারা পেয়েছে ৩১২টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সার্বিক বিবেচনায় ফল খারাপ করলেও ২০১৪ সালের তুলনায় ফল ভালো করেছে। আগেরবার তারা পেয়েছিল ৬০টি আসন এবার পেয়েছে ৮৪টি আসন।

এরআগে গত ২০ মে লোকসভা নির্বাচনের সাত দফার ভোটের শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছিল, আবারো দিল্লীর মসনদে বসতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি জোট। তারা আসন পেতে পারে তিনশ’রও বেশি। প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ঘরে আসতে পারে দেড়শ’র কিছু বেশি আসন। আর পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।


নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদির জয়ের চিত্র।

এরইমধ্যে ১টি আন্তর্জাতিক ও ৩টি স্থানীয় সংস্থা তাদের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। সে অনুযায়ী তিনশ’র বেশি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেড়শ’রও বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।