শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

​প্রয়াণ


একজন স্নেহশীল ব্রতী

শব্দের অমিয় কারুকাজে

এঁকেছেন হৃদয়ে সংবেদ

সে হৃদয় চেনেনি অনেকেই।


একা তবু বটতলে বসে

দেখেছেন রোদ উঠছেই

উঠানে ছড়ানো খেতে খই

নেমে আসছে সম্পন্ন কপোত।


চিত্রভাষা স্বকীয় মঞ্জুল

বুঝে নেবে অনাগত দিন--

এই কথা অভিমানহীন

বুঝে নিয়ে তিনি চলে যান

হট্ট হতে দূর সঙ্ঘারামে


দীপ হাতে গাঢ় কুয়াশায়

একজন অলোকরঞ্জন।