শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

৩১ আগস্ট পর্যন্ত বাড়ল নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সীমা

অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকার সময় সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট। এনআরসির কোঅর্ডিনেটর আগেই শীর্ষ আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার এই রায় দেয় শীর্ষ আদালত। এনআরসির কোঅর্ডিনেটর জানিয়েছিলেন, নতুন নাম আর পুরনো নাম খতিয়ে দেখে তালিকা ভুক্ত করতে কিছু সময় লাগবে।দ্বিতীয় দফার তালিকার খসড়া প্রকাশের পর ২০ লাখ বাসিন্দার নাম বাদ গিয়েছিল। এই নতুন করে অশান্তি তৈরি হয়েছিল অসমে। তাই এবার একেবারে কোনও প্রশ্নের অবকাশ না রেখেই এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চান তাঁরা।

এনআরসির কো অর্ডিনেটরকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে ৭ অগস্ট এনআরসি নিয়ে যার যা সমস্যা রয়েছে তা নিয়ে বিকেল ৩টের মধ্যে আদালতে জানাতে হবে। যাঁরা আগেই আদালতে অভিযোগ জানিয়েছেন তাঁদের সমস্যা নিয়েও সাতই আগস্ট সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত।


নিউজ সূত্র -- oneindia