বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

পুরো মৌসুমেই তিনি বার্সেলোনার ত্রাতা। শিরোপাক্ষণে এসেও ব্যতিক্রম হল না। লেভান্তের বিপক্ষে কাঙ্ক্ষিত গোলটা যখন আসছিল না, তখন বদলি হিসেবে নেমে লিওনেল মেসি জাল খুঁজে নিয়ে বার্সাকে লা লিগার শিরোপা উৎসবে মাতালেন।


শনিবার রাতে ঘরের মাঠে লেভান্তেকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। তাতে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় মৌসুমে, সবশেষ ১১ মৌসুমের মধ্যে অষ্টমবার, আর ২৬তম বার লিগ টাইটেল ঘরে তুলল কাতালান জায়ান্টরা।

ন্যু ক্যাম্পে আর্নেস্টো ভালভার্দে মেসিকে বাইরে রেখে শুরুর একাদশ সাজিয়েছিলেন। প্রথমার্ধ কাটে গোলশূন্য। আধা ডজন সুযোগ হাতছাড়া আর বিরতির আগে আগে কৌতিনহোর ফ্রি-কিক ক্রসবারে ধাক্কা দেয়া ছাড়া বিশেষ কিছু ঘটেনি।

চ্যাম্পিয়ন

মধ্যবিরতির পর কৌতিনহোর বদলি হিসেবে মেসিকে মাঠে পাঠান কোচ। সাফল্য আসে চকিতেই। ম্যাচের ৬২ মিনিটে গোল আনেন অধিনায়ক। ভিদালের পাস ধরে সেটি জালে ঠেলে দেন।

চলতি লিগে মেসির যেটি ৩৪তম গোল, যা সর্বোচ্চ। সেই সঙ্গে এই গোলে দারুণ আরেকটি রেকর্ড গড়েছে মেসি। লা লিগায় বদলি হিসেবে নেমে ২৪তম বার জাল খুঁজে নিলেন, যা রেকর্ড সর্বোচ্চ। একুশ শতকেই আর কেউ এমন কীর্তি গড়তে পারেননি।

ভালভার্দের সামনে সুযোগ ট্রেবল জেতার

উল্লাসের রাতে ৩৫ ম্যাচে ২৫ জয়, ৮ ড্র আর ২ হার সঙ্গী থাকল বার্সেলোনার লিগ টাইটেল ধরে রাখার পথে, পয়েন্ট দাঁড়াল ৮৩তে। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৭৪।