বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

রাত্রি আমার কেনা বাঁদি নয়

বিজয় ঘোষ

ঈশ্বরের খুব কাছাকাছি যেতে যেতে ফিরে আসি।

#

অতি নৈকট্যে সুখ নেই জেনে সৃষ্টি করি নিজস্ব সকাল।

সে সকালে তুমি নেই।নেই ঈশ্বর।

#

আকাশে সাঁতার কেটে কেটে যায় রূপসী সব হুরি

তাদের পাওয়া যাবে জীবনের শেষে?

#

রাত্রি নামে।অপরূপা রাত্রি, মৃত্যুকে ডেকে নেয়।

রাত্রি আমার কেনা বাঁদি নয়---

#

ক্রীতদাস প্রথা নেই এখন

নতজানু আমি, প্রার্থনা করি ঈশ্বরের কাছে।

#

হুরিরা তখন সুরা বিতরণ করে

দীর্ঘ উটের সারির মতো ঈষৎ ঝুঁকে হেঁটে হেঁটে যাইনরকের দিকে ।

#

আমার নিজস্ব সকাল; পরকীয়া রাত্রি মেপে নেয়

পরস্পরকে,